বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে এ্যডভোকেসী সভা অনুষ্ঠিত
কাউখালীতে এ্যডভোকেসী সভা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি:: প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন অপরিকল্পিত গর্ভধারণ রোধকরুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৭-১২ নভেম্বর পরিবার পরিকল্পনা মা-শিশু কৈশোর কালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১১টায় রাঙামাটি জেলার কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের উদ্যোগে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়৷ এ্যাডভোকেসী সভা উপলক্ষে আযোজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচামং চৌধুরী (এস এম চৌধুরী)৷ অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহ নেওয়াজ ৷ কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভাইচ-চেয়ারম্যান মিস এ্যানি চাকমা (কৃপা)৷ উপজেলা পরিষদ ভাইচ-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং)৷ ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী প্রমুখ৷ আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রকিব উল্লাহ, কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অফিসার বিধুরঞ্জন চকমা, বেতবুনিয়া সূর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবুল দেওয়ানজি, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি হাজি মোঃ আসমত আলী ৷ বক্তারা আলোচনা বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি জনসংখ্যা বহুল দেশ এ দেশে পরিবার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ৷ একজন মা যদি একটু সচেতন হন তাহলে একটি পরিবার
অনেক জনসংখ্যার বৃদ্ধির হাত থেকে রক্ষা পেতে পারে, পাশাপাশি
পুরুষরাও যদি সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের যে সকল কার্যক্রম বা পদ্ধতি আছে তা যদি একটু অনুসরন করেন তাহলে নারী
পুরুষ উভয়ের জন্যই মঙ্গল। তা ছাড়া সরকারের পরিবার পরিকল্পনার
নিতিমালা সকলের মেনে চলা উচিত্ ৷ কেননা দুটি সন্তানই যথেষ্ঠ একটি হলে ভাল হয় এই পদক্ষেপ গুলির প্রতি সকলের সম্মান দেখানো উচিত্ বলে বক্তারা মত ব্যক্ত করেন৷ আপলোড ৫ নভেম্বর ২০১৫: বাংলাদেশ : সময়: বিকাল ৪.২৪মিঃ