রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধ মোটর বাইকের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন
অবৈধ মোটর বাইকের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন
সিলেট প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) সিলেট নগরীতে অবৈধ মোটর বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। সিলেট জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ফেব্রুয়ারী রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন মোটরবাইক চালকদের ড্রাইভিং লাইন্সেস সহ বাইকের জরুরী কাগজপত্র না থাকায় জরিমানা ও মামলা করা হয়। পাশাপাশি চালকদেরকে সচেতনতার সাথে চলা চলের জন্য সর্তক করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স। এএসআই সোহেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশও অভিযানে অংশ নেয়।