সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে ক্রিকেট প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
রাঙামাটিতে ক্রিকেট প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মি.) অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় গত ১২ জানুয়ারী ২০১৭ থেকে ১২ ফেব্রয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত কাপ্তাই উপজেলা স্টেডিয়াম খেলার মাঠে এক মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীদেরকে আনুষ্ঠানিকভাকে সনদপত্র বিতরণ বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাপ্তাই উপজেলা দায়িত্বপ্রাপ্ত সদস্য থোয়াই চিং মারমা।জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা,চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তথা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বিপ্লব মারমা,উপজেলা ছাত্রলীগ সভাপতি এম, নূর উদ্দিন,সম্পাদক এ,আর,লিমন,সাংবাদিক মো. কবির হোসেন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ,সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. নূর নবী ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যান বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সুষ্ঠ মানুষ ও সুন্দর জীবন গড়ার লক্ষ্যে সার্বিক পড়ালেখায় গুরুত্ব প্রদান এবং সকল প্রকার মাদক ও সন্ত্রাসমুক্ত থাকতে উপস্থিত সকল প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দের দেয়া বক্তব্যে তুলে ধরেছেন।
উক্ত মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণে স্থানীয় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সংখ্যা চেয়ে অতিরিক্তসহ মোট ৩৩ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে সফলতার সহিত সনদপত্র প্রাপ্ত হয়েছেন।
প্রশিক্ষণ প্রদান করেছেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক মাহাবুব হাসান।