সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সঞ্জিবান অবশেষে ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল
সঞ্জিবান অবশেষে ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল
ঝিনাইদহ প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) প্রায় দুই বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সঞ্জিবান বিশ্বাস (১৯) নামে এক কিশোর নিজ দেশের আপন ঠিকানায় ফিরল। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘরি গ্রামের সোনাতন বিশ্বাসের ছেলে। সোমবার বেলা ১২ টার দিকে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে তাকে হস্তান্তর করেন।
বৈঠক থেকে ফিরে দামুড়হুদা মডেল থানার এসআই আ.বাকী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২০১৫ সালের ১১ জুন দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সঞ্জীবন বিশ্বাস। সীমান্ত পার হয়ে সে পশ্চিমবঙ্গের কেষ্টগঞ্জ এলাকা থেকে থানা পুলিশ তাকে আটক করে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কৃষ্ণনগর জেসিএল শিশুসদন কারাগারে পাঠানো হয়। সেখানেই ২১ মাস বন্দী ছিল সে। কারাভোগ শেষ হলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে সঞ্জীবনকে হস্তান্তর করে বিএসএফ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ’র গেঁদে কোম্পানী কমান্ডার দীপক কুমার বিজিবির দর্শনা চেকপোস্ট কমান্ডার ইকবাল হোসেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস আই শেখ মাহবুব, গেঁদে ইমিগ্রেশন অফিসার তরুন সরকার, দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল বাকী প্রমুখ।
সঞ্জীবনের বাবা সনাতন বিশ^াস জানান, তার ছেলে মায়ের উপর রাগ করে বাড়ী থেকে বের হয়ে আসে। এরপর আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে জানতে পারি সে ভারতের কারাগারে আছে।