মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ১৭৩৩ জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুরে ১৭৩৩ জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মি.) গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরী পোশাক কারখানায় বিনা নোটিশে ১৭৩৩ জন শ্রমিককে ছাটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে কারখানা ফটকের সামনে ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছে।
ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লিঃ নামের একটি তৈরী পোশাক করখানায়।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়। পরের দিন যথারিতী কারখানায় চাকুরীতে প্রবেশ করতে গেলে কারখানা ফটকের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ভেতরে ঢুকতে বাঁধা দেন। পরে কারখানার মূল ফটকে শ্রমিক ছাটাইয়ের নোটিশ দেখতে পায় শ্রমিকরা। সেখানে ১৭৩৩জন শ্রমিককে ছাটাই করা হয়েছে। অথচ এর আগে তাদেরকে জানানো হয়নি।
পরে শ্রমিকরা তাদের পাওনাধি পরিশোধ করার দাবী জানালে সোমবার বেলা ১১টার দিকে তাদের সকল পাওনাধি পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। পরে সোমবার শ্রমিকরা কারখানায় তাদের পাওনাধি নিতে আসলে কারখানা কর্তৃপক্ষ গরিমসি শুরু করে। একপর্যায়ে তাদেরকে ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী পাওনাধি পরিশোধ করা হবে বলে সাফ জানিয়ে দেয়া হয়। কিন্তু শ্রমিকরা তা নিতে অস্বীকার করে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে কারখানা কর্তৃপক্ষ শিল্প পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে অবস্থান নেন এবং শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়।
হেসং বিডি লিঃ এর জেনারেল ম্যানেজার (এ্যাডমিন) দুলাল বন্দের মোঠোফোনে এব্যাপারে তথ্য জানতে চাইলে, তিনি কোন বক্তব্য দেবেন না বলে লাইনটি কেটে দেন।
গাজীপুর শিল্প পুলিশের ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, শ্রমিকদের বিনা নোটিশে ছাটাই করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ করে। এছাড়া শ্রমিকদের পাওনাধি বিষয়াধি নিয়ে শ্রমিক-মালিক-পুলিশ বৈঠক হয়েছে। আশা রাখছি বিষয়টি দ্রুত সমাধান হবে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।