বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » রাঙামাটিতে রাজনব বিহারে ১৯ ও ২০ নভেম্বর ৪২তম কঠিন চীবর দানোৎসব
রাঙামাটিতে রাজনব বিহারে ১৯ ও ২০ নভেম্বর ৪২তম কঠিন চীবর দানোৎসব
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির রাজবন বিহারে আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পুলিশ প্রশাসনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সিভিল সার্জন (ভাঃ) রুহী বনানী, জেলা প্রশাসকের নির্বাহী ম্যজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, রাঙামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা, সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা, সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ সেনা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বাস্থ্য, বিদ্যুৎ বিতরণ, উন্নয়ন বোর্ড, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আপলোড :৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :বিকাল ৫.৫৬ মিঃ