বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় পৌর মেয়রের হতাশা প্রকাশ
মাটিরাঙ্গায় পৌর মেয়রের হতাশা প্রকাশ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভার তৃতীয় তম পৌর পরিষদের দায়িত্ব পরিচালনার ১ বছর পুর্তি উপলক্ষে সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক সহ সংষিস্ট ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।
এই পরিষদের দায়িত্বভার গ্রহনের ৩ মাসের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভাকে ২য় শ্রেনীতে উন্নীত করতে সক্ষম হলেও আশানুরুপ উন্নয়ন করা সম্ভব না হওয়ায় হতাশা প্রকাশ করে সভার প্রধান অতিথি মেয়র মো. শামছুল হক বলেন,সরকারের পৌর ট্যাক্স নীতিমালা অনুযায়ী মাটিরাঙ্গা পৌর এলাকায় ট্যাক্স আদায় করা সম্ভব হচ্ছেনা বলেই আমাদের উন্নয়নমুলক কর্মকান্ডে ধীর গতি এসেছে। প্রতি বছর যে পরিমাণ ট্যাক্স আদায়ের বার্ষিক প্রতিবেদন দাখিলের পরামর্শ দিয়েছে সরকার মাটিরাঙ্গা পৌরসভা তা বাস্তবায়ন করতে পারছেনা। কারণ পৌর এলাকার জনসাধারনের মধ্যে ট্যাক্স প্রদানে উৎসাহ এবেবারেই কম।
এছাড়া ঘরবাড়ী নির্মানে পৌরসভা থেকে নকশা অনুমোদনসহ বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত বিষয়ে জনগনের সম্পৃক্ততার যথেষ্ট অভাব রয়েছে জানিয়ে তিনি জনগনকে যেসব সেবা পৌরসভা কর্তৃক প্রদানের বিধান রয়েছে তা বাস্তবায়নে তারা আগামীতে আরও বেশী সদয় থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনারা স্ব-স্ব ওয়ার্ড পর্যায়ে ট্যাক্স প্রদানে জনসাধারণকে সচেতন করতে বৈঠক করুন। মাটিরাঙ্গা একাউন্ট্যান্ট (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার সাহা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদিসহ অর্থনৈতিক নানা সংকটের বিষয়ে আলোকপাত করেন।
বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার মো. শামীম মৃধা, বাজার ব্যবসায়ী নেতা হাজী মোকছেদ আহমেদ, মো. শামছুদ্দিন মাষ্টার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. খাবদুল খালেক প্রমুখ।
উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ আলী,আলী হোসেন,মো. মোস্তফা,জয়নব বিবি,মায়না বেগম,মনোয়ারা,বাজার ব্যবসায়ী জমিলা ফার্মেসীর স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন,আবুল কাশেম ( বিছমিল্লাহ কাশেম),১নং ওয়ার্ডের সাবেক কমিশনার আ: মালেক,৪ নং ওয়ার্ডের মো. লাতু মিয়া(লাতু লিডার),ডা: পাড়ার আমান উল্লাহ ( আমান হুজুর),সুমন খাঁনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ।