বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কমিউনিটি সেফটি বিষয়ক কর্মশালা
গাজীপুরে কমিউনিটি সেফটি বিষয়ক কর্মশালা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) গাজীপুরে ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ এর ওপর কমিউনিটি সেফটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইসিটি ডিভিশনের উপ-সচিব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান।
কর্মশালায় ৯৯৯ জরুরি সেবা ব্যবহার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। ৯৯৯ জরুরি সেবা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি উদ্যোগ। যা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের জনগণের জন্য যেকোন মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে ফায়ার সার্ভিস, পুলিশি সাহায্য বা এম্বুলেন্স সেবা নিয়ে কাজ করছে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।