বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জ থানার নবাগত ওসি‘র মত বিনিময়
নবীগঞ্জ থানার নবাগত ওসি‘র মত বিনিময়
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের যোগদান উপলক্ষ্যে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর আয়োজনে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানার নবাগত অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান।
ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্ব ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা, বড় ভাকৈর পশ্চিম ইউপির চেয়ারম্যান সত্যজিত দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, ঠিকাদার আজিজুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ সঈফা রহমান কাকলি, কবি নিলুফা আক্তার নিলু, আওয়ামীলীগ নেতা সৈলেন্দু গুপ্ত রানু, জেলা কৃষকলীগ নেতা এম এ মুমিন, ইউপি সদস্য মোঃ সাইফুল, মহিলা সদস্য দুর্ঘা রানি, সাবেক মেম্বার নঈম উদ্দিন, আহমদ আব্দুল কালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে থানার নবাগত অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, এলাকা মাদক মুক্তসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, আমরা নির্যাতিতদের পক্ষে সব সময় আছি। যারা নিম্নবৃত্ত, মধ্যবৃত্তরা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের ন্যায় বিচার ও আইনি সহায়তা দিতে আমি সব সময় প্রস্তুত।