বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মেহেরপুরে পারিবারিক কলহে গৃহবধুসহ দু’জনের আত্মহত্যা
মেহেরপুরে পারিবারিক কলহে গৃহবধুসহ দু’জনের আত্মহত্যা
মেহেরপুর প্রতিনিধি :: (৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) পারিবারিক কলহের জের ধরে মেহেরপুর সদর উপজেলায় হরিরামপুরে টুম্পা খাতুন (১৮) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে। তবে তার স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টুম্পা খাতুনের শ্বশুর বাড়ি এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে টুম্পা খাতুনের সাথে একই উপজেলার হরিরামপুর গ্রামের রহিত আলীর সাথে বিয়ে হয় বছর খানেক আগে। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। নির্যাতন সহ্য করতে না পেরে মঙ্গলবার সন্ধ্যায় টুম্পা খাতুন বিষপান করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন করে তার বাবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
টুম্পা খাতুনের ফুফু (বাবার বোন) আদরী খাতুন অভিযোগ করে জানান, শ্বশুর বাড়ির লোকজন তাকে প্রায়ই নির্যাতন করত। টুম্পাকে তারা মেরে ফেলে মুখে বিষ ঢেলে দিয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হওয়ায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশের ময়নাতন্দন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
অপরদিকে, মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের সিঙ্গার মাঠে নিজ বরজ ক্ষেতের পাশে বিষপান করে আফতাব আলী (৫২) নামের এক পান চাষী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল বিকেলের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।