বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাংনীর মরা নদীতে মাছ চাষে বিপ্লব ঘটিয়েছে মৎস জীবিরা
গাংনীর মরা নদীতে মাছ চাষে বিপ্লব ঘটিয়েছে মৎস জীবিরা
মেহেরপুর প্রতিনিধি :: (৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০২মি.) মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের মরা নদীতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে ১ শত ১৮টি পরিবার। সরজমিনে গিয়ে দেখা যায় মৎস সমবায় সমিতি ছাতিয়ান নামে ৫শত বিঘা জমি সরকারী রাজস্ব দিয়ে ৬ বছরের জন্য লিজ নিয়ে গত ২০১৬ সালের আগষ্ট মাসে ৬ লক্ষ টাকার মাছের পোনা ছাড়ে মৎস চাষিরা।
মৎস চাষী নুরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আমরা ২০১৭ সালে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে মাছ বিক্রয় শুরু করি এবং আজ অবধি প্রায় ১০ লক্ষ টাকার মাছ বিক্রয় করেছি। তিনি আরো জানান আমরা ১শত ১৮টি পরিবার মাছ চাষ করে বর্তমানে খুব ভালো আছি ও ছেলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করছি। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মৎস চাষী শাহিন খা ও মাহাবুব জানান,আমরা বিদেশে ছিলাম দেশে এসে আয় ইনকামে দিশে হারা হয়েছিলাম নিজ উদ্ব্যেগে বাবার দুই বিঘা জলকার লিজ নিয়ে মাছের চাষে ঝুকে পড়ি।
বর্তমানে আমাদের নিজের ৫০বিঘা জলকার নিয়ে মাছ চাষ করে বিদেশের গ্লানি ভুলে গেছি । গড়ে প্রতি মাসে আমার ১ লক্ষ টাকা উপর্জন হয় ছেলে সংসার নিয়ে আল্লাহ খুব ভালো রেখেছে সরকারী সহযোগীতা পেলে আরো ব্যাপক হারে মৎস চাষীরা আরো লাভবান হবে। মাছের খাবারে দাম আনুপাতিক হারে বেশী। গাংনী উপজেলা মৎস কর্মকতা আবুল কালাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গাংনী উপজেলায় মৎস অফিস সার্বক্ষনিক ভাবে মৎস চাষিদের সহযোগিতা করে থাকে বলে তিনি জানান।