শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে অন্ধকারেও আশার আলো
বেতাগীতে অন্ধকারেও আশার আলো
বরগুনা প্রতিনিধি ::(৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৫২মি.) ‘মোরা স্যারেগো দ্ধারা যা শিখছি ও একটু-আধটু জমাইতে পারছি হেইতেই খুশী’ এমনই অভিব্যক্তি দু:স্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) প্রকল্পের উপকুলীয় বরগুনার বেতাগী উপজেলার উপকারভোগী মিনারা বেগমের।
শুধু মিনারাই নয়, মালা বেগম, হাসিনা বেগম, মাজেদা বেগম, মুক্তা বেগম, লিলি বেগম সহ আরো অনেক উপকারভোগীই দারিদ্রতার মাঝেও প্রশিক্ষন এবং তাদের জমানো কিছু টাকা হাতে পেয়ে নতুন আশার আলো দেখছেন।
বসত বাড়ীর আশে-পাশে সবজি চাষ,হাঁস-মুরগী পালন করে বাড়তী আয়, প্রাকৃািতক দুর্যোগে আত্মরক্ষা, যৌতুক,বাল্য বিবাহ,পারিবারিক নির্যাতন,নারী-পুরুষের সমতা আনায়নে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
প্রকল্পের প্রশিক্ষক কামরুল হাসান বসির জানান, এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে হতদরিদ্রদের দৃস্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছি। ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সুজন বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির সাথে সাথে তাদের মাঝে সঞ্চয়ী মনোভাবের সৃস্টি হয়েছে।
গতকাল,বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)‘র বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার…এম.এম মাহমুদুর রহমান বিবিচিনি, বেতাগীসদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সড়িষামুড়ি ইউনিয়নের ১৫ শত ৪৫ জন উপকারভোগীর মাঝে ১৩ লক্ষ টাকা আনুষ্ঠানিকভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু ও সাংবাদিক মহসিন খান বক্তব্য রাখেন।
বেতাগী উপজেলায় দুই বছর ধরে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।