শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাযর্ক্রম স্থগিত
খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাযর্ক্রম স্থগিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাযর্ক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ছয় মাসের জন্য এ স্থগিতাদেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুক হক খোকন স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে।
উক্ত প্রত্যয়নে উল্লেখ করা হয়েছে, গত ০৯/০২/২০১৭ তারিখের ৪৮.০০.০০০০.০০৪. ০৪৯.২৩৩.০৯/২০১৭- ৪০৬ নং স্মারকের মাধ্যমে গঠিত কমিটিকে চ্যালেঞ্জ করে মো. রইছ উদ্দিন ২২২৮/২০১৭ নং রিট পিটিশন দায়ের করলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জনাব মো. ফারুক (এম. ফারুক) এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে এবং বর্ণিত স্মারকটির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. গোফরান ফারুকী বিষটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি মো. আলী আশরাফকে সভাপতি করে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করে। উক্ত কমিটি ১১ফেব্রুয়ারি প্রথম দফা শুনানি করে। খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার ৩০০ আবেদন যাচাই বাছাই করা হয়। শনিবার দিঘীনালা, লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলার নতুন আবেদন এবং বিভিন্ন উপজেলার অভিযোগের শুনানি হওয়ার কথা ছিল।