রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই লাখ টাকার জালনোট উদ্ধার, আটক ২
গাজীপুরে দুই লাখ টাকার জালনোট উদ্ধার, আটক ২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) গাজীপুরে দুই লাখ টাকার জালনোটসহ দুইজনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা।
১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র্যাব-১ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকার কাঞ্চন আলীর ছেলে মোঃ হুমায়ন কবির (৩৬) এবং তার সহযোগী ভোলার লালমোহন থানার ফুলবাগিচা এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে সালমা বেগম (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জানতে পারে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় জাল টাকা নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আভিযানিক দলটি সেখানে অভিযান চালিয়ে হুমায়ন কবির ও সালমা বেগমকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকার জালনোট ও নগদ ১৬৮০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় জাল টাকা মজুদ রেখে ব্যবসা করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।