রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » কৃষকের ধানের ক্ষেত এখন নবগঙ্গা নদীতে
কৃষকের ধানের ক্ষেত এখন নবগঙ্গা নদীতে
ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) ঐতিহাসিক নবগঙ্গা নদীটি ঝিনাইদহ জেলার বুক চিরে অতিবাহিত হয়েছে। বহুঘটনার সাক্ষী হয়ে বয়ে চলা নদী আজ তার রূপ যৌবন আর জৌলশ হারিয়ে এখন কৃষকের ধানের ক্ষেতে পরিনিত হলেও এই ঐতিহাসিক নবগঙ্গা নদীটি পূর্নখনন কিংবা সংরক্ষনের কোন উদ্যগ সংশ্লিষ্ট কতৃপক্ষর নেই।
সরকার প্রতিবছর কতৃপক্ষর মাধ্যেমে নদী খননের বরাদ্ধ দিলেও কি সদ ব্যবহার হয়েছে ? নবগঙ্গ নদীর। এমন প্রশ্ন অভিজ্ঞ মহলের মাঝে দেখা দিয়েছে। সরেজমিনে বৈডাঙ্গা ভাতুড়ীয়া এলাকার নবগঙ্গা নদীর মাঝে ঘুরে দেখা গেছে শুধুই ধান ক্ষত আর ধান ক্ষত।
সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন এই প্রতিবেদকের মাধ্যেমে নদীটি পৃর্নখননের দাবি করলেন কতৃপক্ষর কাছে। জানান নদী গুলো তার লব্যতা হারিয়েছে এবং নদী যাগা বিষেশ দখল হয়ে আছে সেই জাগা দখল মুক্ত করে নদী খনন করলে নদীর তার পুরনো যৌবন ফিরে পাবে।