

সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শফিক চৌধুরীর গাড়িতে হামলার প্রতিবাদে ছাত্রলীগের সড়ক অবরোধ
শফিক চৌধুরীর গাড়িতে হামলার প্রতিবাদে ছাত্রলীগের সড়ক অবরোধ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ও ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রতিবাদ মিছিল-সভা অনুষ্ঠিত হয়েছে।
হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের প্রতিবাদে কলেজ ছাত্রলীগ প্রায় আধা ঘন্টা ‘বিশ্বনাথ-রশিদপুর সড়ক’ অবরোধ করে রাখেন। পরবর্তিতে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের কাছ থেকে দ্রুত বিচারের আশ্বাস পেয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।
প্রতিবাদ মিছিল শেষে কলেজ ছাত্রলীগের সভাপতি শিতল বৈদ্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুবেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বিশ্বনাথ সদর ইউপি ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা টিটু দাস, পলাশ, বাপ্পি, জুয়েল, মাসুম, আলী আহমদ জুয়েল, রুমন, তোফায়েল, আশরাফ, আবিদ, কামরুল, মামুন,রহিম, রাজু, নজরুল, ইমরান,শাহিন, বক্কর, তুরন, জাবেদ, আবুল ও মোজ্জাকির।
সভায় বক্তারা বলেন, অভিলম্ভে সিলেটের কোটি মানুষের নেতা শফিকুর রহমান চৌধুরীর গাড়ির ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।