মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
পার্বতীপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরেও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি সকালে পার্বতীপুর ছাত্র একতা পরিষদ এর সভাপতি অহসান হাবিব নয়ন এবং প্রথম আলো বন্ধু সভা পার্বতীপুরের সাধারণ সম্পাদক জান্নাত মোস্তাকিনুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে ভাষা শহদিদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
এর আগে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী আফিসার তরফদার মাহমুদুর রহমান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী পেশার মানুষ ভাষা শহদিদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প অর্পন করেন।