বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সিলেটে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় প্রতিবাদ সভা
সিলেটে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় প্রতিবাদ সভা
নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে :: সিলেটের প্রাকৃতিক সম্পদের মধ্যে গ্যাস হচ্ছে অন্যতম ৷ সারা বাংলাদেশই এই গ্যাস দিয়ে চলে ৷ জালালাবাদ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণের মাধ্যমে সিলেটের জন্য অনেক বড় ধরণের ক্ষতি সাধিত হয়েছে ৷ সিলেটবাসী আন্দোলন করতে জানে ৷ আমাদেরকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে শরীক হতে হবে৷ জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট-এর উদ্যোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণের এক প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেন ৷
বৃহস্পতিবার নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ৷
জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট-এর সভাপতি মোজাম্মেল হক জিল্লুর সভাপতিত্বে ও সহ সভাপতি ফখরুদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশন-এর সিনিয়র সহ সভাপতি বাবু জগদীশ চন্দ্র দাশ, উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আবুল ওয়েছ সিদ্দিকী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য দেওয়ান আব্দুর রহমান চৌধুরী রুহেল, আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক পরম দু্যতি দাশ প্রদীপ, সাংগঠানিক সম্পাদক আমিনুর রহমান আলম, সদস্য ওয়েছুর রহমান, দিলোয়ার হোসেন সিদ্দিকী, মিল্লাদ আহমদ, আব্দুল কাইয়ুম, জামিল আহমদ, আব্দুল মুকিত জাকারিয়া, বাবু পান্না লাল রায়, শফিউল আলম নূরী নাজমুল, গাজী মোঃ শহীদ হোসেন প্রমুখ ৷ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সদস্য আব্দুল মান্নান ৷
আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪০ মিঃ