মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » শেষ হলো ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উরস
শেষ হলো ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উরস
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুর থেকে ফিরে :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৯মি.) ফরিদপুর জেলার সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের চারদিন ব্যাপী মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০১৭ শেষ হয়েছে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ উরসের সমাপ্তি হয়।
বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ছাহেবের রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে এ উরস।
মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ছাহেবের রওজা মোবারক জিয়ারত শেষে লাখো মানুষ আখেরি মোনাজাতে অংশ নেন।
রওজা শরীফ জিয়ায়ত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ছাহেবের অন্যতম আধ্যাত্মিক প্রতিনিধি জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী, খাজা সাইফুল ইসলাম জামী মুজাদ্দেদী ও খাজা সায়েম আমীর ফয়সল সামী মুজাদ্দেদী এ মোনাজাতে শরিক হন।
আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও ঐক্য, বিশ্ব মানবকল্যাণ এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। রওজা শরিফ জিয়ারত ও আখেরি মোনাজাতকে ঘিরে মঙ্গলবার নতুন করে দেশ-বিদেশের আল্লাহর রহমত পিয়াসী নারী-পুরুষের অবিরাম কাফেলা অভাবনীয় দৃশ্যের অবতরণ করে। ৪০ বর্গকিলোমিটার এলাকায় একপর্যায়ে তিল ধারণের ঠাঁইও ছিল না। আখেরি মোনাজাতে শান্তিকামী মানুষের উপস্থিতি অতীতের সব রেকর্ড অতিক্রম করে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি শনিবার শুরু হওয়া চার দিনের উরস শরিফে দেশ-বিদেশের কোটি ভক্ত ও আশেকান-জাকেরানরা দরবার শরিফসহ আশপাশের জায়গা নিয়ে মহান আল্লাহতালার নৈকট্য লাভের আশায় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগির পাশাপাশি নফল এবাদতে মশগুল থাকেন।
মঙ্গলবার ভোরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি তথা বিশ্ব মানবের কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের উরস শরিফ শেষ হয়।
২০০১ সালের ৩০ এপ্রিল সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে বিশ্বওলি শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) দারুল বাকায় তশরিফ নেন। তার পর থেকেই প্রতিবছর এই দিনে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের উরস শরিফ শুরু হয়।
উল্লেখ্য, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ১৯৫৩ সালে তৎকালীন অজপাড়া গাঁ আটরশি গ্রামে উরস শরীফের সূচনা করেন। এর আগে ১৯৪২ সালে তদীয় আপন মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল খাজা এনায়েতপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেবের নির্দেশে প্রত্যন্ত পল্লী আটরশিতে আগমন করেন। সভ্যতা ও শিক্ষার আলো বঞ্চিত অত্যন্ত পশ্চাৎপদ এ গ্রাম থেকেই প্রথমে বাংলাদেশ এবং পরে বিশ্বব্যাপী হেদায়েতের বাণী প্রচার করেন বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেব।