মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে বৃষ্টি: কৃষকের মুখে হাসি
বিশ্বনাথে বৃষ্টি: কৃষকের মুখে হাসি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::(৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) সিলেটের বিশ্বনাথে সোমবার রাত থেকে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর বেলা পর্যন্ত ভারি বৃষ্টি হওয়ায় বোরো চাষি কৃষকের মূখে হাসির ঝিলিক লক্ষ করা গেছে। বৃষ্টির ফলে প্রকৃতিতে এসেছে নির্মম স্নিগ্ধতা। চারিদিকে সবুজের সমারোহ ঘটেছে। রোপা বোরো ফসলের ক্ষেতে চারা রোপনের পর পরই প্রাকৃতিক বৃষ্টির ছোঁয়া লাগায় নাইট্রেজেনের ঘাটতি পূরণ হয়েছে। যদি আরোও বৃষ্টি হয় উপজেলায় বোরো ফসলের বাম্পার সম্ভাবনা রয়েছে। এমটাই জানিয়েছেন উপজেলার কয়েকজন কৃষক।
জানাগেছে, বৃষ্টিতে স্নিগ্ধতা ফিরে এসেছে। কোনো প্রাকৃতিক দূযোগ না হলে উপজেলার বোরো ফসলের বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। এবারে প্রকৃতি বোরো চাষে অনুকুল পরিবেশ সৃষ্টি হয়েছে। তার প্রমাণ হিসেবে ভারি বৃষ্টিপাতকে আর্শিবাদ হিসেবে দেখছেন কৃষকরা।
উপজেলার কয়েকজন কৃষক জানান, সোমবার রাত থেকে ভারি বৃষ্টি বৃষ্টি হওয়ায় কিছুটাই হলে বোরো জমি অনেক লাভ হয়েছে। বৃষ্টি হওয়ায় বোরো ফসলের অনেক উপকার হয়েছে। এভাবে যদি আরোও দুই একদিন বৃষ্টি হত তাহলে পানি না পাওয়া জমিগুলোতে রোপনকৃত চারাগুলোর অনেক লাভবান হত।
তারা জানান, উপজেলার বিভিন্ন নদ-নদী পানি থাকায় বোরো জমি ফেটে চৌচির হচ্ছে। তবে কিছু বৃষ্টি হওয়ায় তা কিছুটা কেটে উঠছে। সঠিকমতো জমিতে পানি না দিতে পারলে চারা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। তবে এবছর প্রাকৃতিক দূযোগ না ঘটলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা সরকারের কাছে উপজেলার নদ-নদী-খাল-বিল ও হাওরগুলো খনন করার জোর দাবি জানান।
উপজেলার কারিকোনা গ্রামের কৃষক জহুর আলী বলেন, বৃষ্টি হওয়া বোরো জমির অনেক লাভ হয়েছে। এলাকার কৃষকরা বৃষ্টির জন্য হাহাকার করছিলেন। আরও বৃষ্টি হলে বোরো ফলন ভাল হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, বৃষ্টি হওয়ায় বোরো ফলনের চাষিরা খুশি। আশাকরি এবারও এলাকায় বাম্পার ফলন হবে।