মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » আলীকদমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আলীকদমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) বান্দরবানের আলীকদমে যথাযোগ্য মর্যাদায় অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী দিবসের সুচনায় রাত বারটা এক মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করে।
এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এর আগে ২০ ফেব্রুয়ারী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে প্রভাত ফেরী, স্ব স্ব প্রতিষ্ঠানে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ দুপুরে নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা।