মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের দি রয়েলস ক্লাব’র অনুমোদন লাভ
চট্টগ্রামের দি রয়েলস ক্লাব’র অনুমোদন লাভ
চট্টগ্রাম প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.) অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৩ বছর পর সমাজসেবা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেল চট্টগ্রামের গণ মানুষের স্পন্দন আস্থা, নির্ভরতা ও সততার প্রতীক দি রয়েলস্ ক্লাব আর্ত সামাজিক সংগঠন।
যার রেজিস্ট্রেশন নং- ৩১৪৭ (তিনহাজার একশত সাতচল্লিশ)।
২০ ফেব্রুয়ারি সোমবার চট্টগ্রামের সমাজ সেবা মন্ত্রণালয়ের উপ-পরিচালক বন্দনা দাশ অনুমোদনের কপি দি রয়েলস্ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. কাউসার চৌধুরী আবিরের হাতে তুলে দেন।
এতে ক্লাবের সকল সদস্যরা আনন্দে উল্লাসে মেতে উঠেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাক চট্টগ্রামের ব্যুরো চীফ এবং দি রয়েলস ক্লাবের সভাপতি কিরন শর্মা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ প্রমূখ।
অনুমোদনের কপি নেওয়ার পর প্রতিষ্ঠাতা কাউসার চৌধূরী বলেন, দি রয়েলস্ ক্লাব দেশ ও জনগণের জন্য এতদিন কাজ করে এসেছিলো।
এখন আমরা অনুমোদন পেয়েছি, সামনের কাজগুলো আরো সুন্দর এবং গঠনমূলক হবে। সে সাথে দেশ, মানবতা এবং তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে যাবে। সুবিধাবঞ্ছিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে আমরা তাদের সৃজনশীলতা প্রকাশ করবো। যা আমাদের দেশের উন্নয়ণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
দি রয়েলস্ ক্লাবের রেজিস্ট্রেশন পাওয়ার পর বিভিন্ন সামাজিক ও শিশু-কিশোর সংগঠন দি রয়েলস ক্লাবকে অভিনন্দন জানান।