মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ
রাঙামাটিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ
ষ্টাফ রিপোর্টার :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে ২১’র প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়৷
রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য পিসিজেএসএস নেতা উষাতন তালুকদার এমপি, ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামিলীগ নেতা ফিরোজা বেগম চিনু এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা বৃষকেতু চাকমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তরুন কান্তি ঘোষ, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার রোবার্ট রোনাল পিন্টু, রাঙামাটি পৌরসভার মেয়র যুবলীগ নেতা আকবর হোসেন চৌধুরী ও প্রশাসনের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন৷
এছাড়া রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনসহ সরকারী-বেসরকারী,আধাসরকারী কর্মকর্তাসহ সর্বস্তরে সকল শ্রেনীর পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা(কিয়াং) ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে৷
এছাড়া ভ্রাম্যমান চলচ্চিত্র প্রর্দশনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠন,পুরষ্কার বিতরণী ও জেলা প্রশাসকের মাঠ প্রাঙ্গণে ৭ দিনব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়েছে।