মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে শিক্ষকের মোটর সাইকেল চুরি করলো ছাত্র
খাগড়াছড়িতে শিক্ষকের মোটর সাইকেল চুরি করলো ছাত্র
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগুরু সহকারী শিক্ষক জ্ঞান জ্যোতি চাকমার ব্যবহৃত মোটর সাইকেল চুরির ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের ছাত্র মো. রবিউল ইসলাম (২২) কে আটক করেছে সদর থানা পুলিশ। ২০ ফেক্রুয়ারি সোমবার ভোট ৪টার দিকে প্রযুক্তি ব্যবহার ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে শহরের মিলনপুর এলাকা থেকে মোটরসাইকেলসহ রবিউল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্ঞান জ্যোতি চাকমা জানান, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে খাগড়াছড়ি শহরের মিলনপুরের বাসায় ঢুকেন।
রাত ১০টার দিকে দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি ১৬ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। তার ছাত্র রবিউল ইসলাম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইদিন তার স্কুল শিক্ষক বাসায় ঢুকার পরপরই সে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এর পর নাম্বার পরিবর্তন করে ব্যবহারা শুরু করে। এর আগেও সে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির পর অন্যত্র বিক্রি করে দেয় বলেও জানায়।খাগড়াছড়ি সরকারী সহকারী শিক্ষক জ্ঞান জ্যোতি চাকমা উদ্ধার হওয়া মোটরসাইকেলটি সনাক্ত করে বলেন, মাত্র কয়েক দিন আগে দুই লাখ টাকা দিয়ে পালসার মোটরসাইকেলটি কিনে ছিলেন। নিজের ছাত্র এভাবে মোটরসাইকেলটি চুরি করবে তা কল্পনা করতেও কষ্ট হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আব্দুল আল মাসুদসহ পুলিশের একটি দল মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের সদস্য রবিউল ইসলামকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে মোটরসাইকেলের নাম্বার প্লেট, নকল চাবি ও মোটরসাইকেল চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি রবিউল ইসলাম সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।
উল্লেখ্য: খাগড়াছড়িতে গত দুই বছরে অন্তত তিন ডজন মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হত্যাকাণ্ডও ঘটেছে। তবে উদ্ধার হয়েছে খুব কম সংখ্যক মোটরসাইকেল ।