বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
গাজীপুর জেলা প্রতিনিধি ::(১০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৭মি.) গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আবদুস সাত্তারকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আবদুস সাত্তার ময়নসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
গাজীপুর জজ কোর্টের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, ১৫ বছর আগে ময়নসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর এলাকার মৃত সাহেদ আলী মন্ডলের মেয়ে মোছাঃ হাসিনাকে (৩২) বিয়ে করেন আব্দুস সাত্তার। পরে তারা গার্মেন্টসে চাকরির সুবাদে দুই সন্তান ছেলে আকাশ (৯) ও মেয়ে মোসাঃ পুষ্পা (১৩) কে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী এলাকার শাহজাহান ড্রাইভারের ভাড়া বাসায় বসবাস করতেন।
২০১৬ সালের ৫ মার্চ সকালে হাসিনা গার্মেন্টসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে পাশ্ববর্তী টেকনগপাড়া এলাকার পতিত জমি থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহতের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ শহিদুল্লাহ তদন্তে নিহতের স্বামী আবদুস সাত্তার জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি তার স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ৩০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।
আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার বিচারক ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে এডভোকেট আশরাফুল ইসলাম রতন মামলাটি পরিচালনা করেন।