শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » আলীকদমে নদীভাঙ্গন পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী
আলীকদমে নদীভাঙ্গন পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য বান্দরবানের আলীকদমে নদী ভাঙ্গন পরিদর্শন করলেন পানি সম্পাদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ৷ শুক্রবার বেলা ১২টায় তিনি আলীকদম-পোয়ামুহুরী সড়কের আলীকদম সেনানিবাস সংলগ্ন নদীগর্বে বিলীন হয়ে যাওয়া এ এলাকা পরিদর্শন করেন৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ডঃ জাফর আহামেদ খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাষক আবু জাফর, ৯৭ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনিরম্নল ইসলাম আকন্দ, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমান পিএসসি, নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল সরোয়ার হোসেন পিএসসি, ৯৭ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড মেজর মোঃ এজাজ প্রমূখ৷
সরেজমীনে দেখা গেছে আলীকদম-পোয়ামুহুরী সড়কের আলীকদম সেনানিবাস সংলগ্ন মাতামুহুরী ব্রীজ থেকে শুরু করে তৈনখাল মুখ পর্যন্ত আলীকদম সেনানিবাসের বেশ কিছু অংশ মাতামুহুরী নদীগর্বে বিলীন হয়ে গেছে ৷ বিশেষজ্ঞরা মনে করেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারনে নদী হারাচ্ছে নাব্যতা ৷ আর এ কারণে নদীর চির চেনা গতিপথ পরিবর্তীত হয়ে এমন বিপর্যয় ঘটছে ৷ অপরদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পাহাড় ধ্বস ও পাহাড়ি মাটি ক্ষয়ে এসে পাহাড়ি ঢলে পলি জমে নদীর গতিপথ পরিবর্তীত হয়ে যাচ্ছে ৷ এতে নদীর এক পাড়ে চর জাগলেও অন্য পাড় বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে ৷
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, মাতামুহুরী ব্রীজ হইতে তৈনখাল মুখ পর্যন্ত আনুমানিক ৫শত মিটার গাইড ওয়াল, নদীখনন ও নদীর দুপাড়ে সমতা আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ তবে কবে নাগাদ এ প্রকল্পের কাজ শুরম্ন হবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি৷ আপলোড ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময়: বিকাল ৫.১২ মিঃ