বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় বাস মালিকদের নির্যাতন থেকে মুক্তির দাবীতে স্মারক লিপি
বরগুনায় বাস মালিকদের নির্যাতন থেকে মুক্তির দাবীতে স্মারক লিপি
মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি :: (১১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৫০মি.) বরগুনায় বাস মালিক সমিতির স্বেচ্ছাচারী সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধভাবে রুট দখল ও যাত্রী হয়রানির প্রতিবাদ এবং উন্নত সড়ক ও আধুনিক বাস টার্মিনালের দাবিতে সমাবেশ ও মানববন্ধন এর পর গতকাল বরগুনা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে আন্দোলন কারিরা।
বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ড. মহা বশিরুল আলম এর কাছে ৮দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খেলাঘর বরগুনার সেক্রেটারি মুশফিক আরিফ,সাংবাদিক জাবের সোহেল,তৌফিকুল আলম তপু, মো. তুহিন, সিটিজেন জার্নালিস্ট টিম এর সদস্য সাইমুল ইসলাম রাব্বি, মো. আশিক, আতিকুর রহমান, জাহিদ হোসেনসহ আন্দোলনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, বাস মালিকদের অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে, বরগুনার গুরুত্বপূর্ন প্রধান রুট বরগুনা- নিশানবাড়িয়া এবং বরগুনা- বেতাগী রুট দখল মুক্ত করে সকল প্রকার জানবাহন চলাচলের জন্য খুলে দিতে হবে।বাস স্টেশনে সরকার নির্ধারিত ভাড়ার চাট স্থাপন করে অতিরিক্ত ভাড়া আদায়ের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে হবে। এর আগে একই দাবীতে গত সোমবার বরগুনার সকল উপজেলায় একই সময় মানববন্ধন কর্মসূচী পালন করেন বরগুনা সাধারন মানুষ।