বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ২ মার্চ রাত ৯ টায় বিটিভিতে প্রচারিত হবে সাংবাদিক টিএ পান্নার আলোচিত নাটক ‘ঠসা সমাচার’
২ মার্চ রাত ৯ টায় বিটিভিতে প্রচারিত হবে সাংবাদিক টিএ পান্নার আলোচিত নাটক ‘ঠসা সমাচার’
ষ্টাফ রিপোর্টার :: (১১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৩২মি.) আগামি ২ মার্চ বৃহস্পতিবার রাত ৯ টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল এবং বাস্তববাদী পরিচালক,অভিনেতা ও সিএইচটি মিডিয়ার সাংবাদিক টিএ পান্নার পরিচালনায় নির্মিত আলোচিত নাটক ‘ঠসা সমাচার’ প্রচারিত হবে।
গ্রামবাংলার বাস্তব ও সমসাময়িক ঘটনা অবলম্বনে ঐতিহ্যবাহি সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের অঙ্গপ্রতিষ্ঠান সপ্তক টেলিমিডিয়ার ব্যানারে নাটকটি নির্মিত হয়েছে।
পাশ্চাত্য সাংস্কৃতির প্রভাব থেকে দেশীয় সাংস্কৃতিকে রক্ষার লক্ষ্যে নির্মিত ঠসা সমাচারে চলচ্চিত্র ও টেলিভিশনের নামিদামী শিল্পীরা অভিনয় করেছেন।
এদের রয়েছেন, মধ্যে হাসান মাসুদ, মাসুম আজিজ,জামিলুর রহমান শাকা, টিএ পান্না, রাকা বিশ্বাস, লারা লোটাস, সাবিহা জামান, প্রান্ত, আহসান হাবিব, আমজাদ হোসেন, রুপকথা, চন্দন, রবিউল, তাইজুলসহ আরও অনেকে।