বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ১৪৪ ধারা ভঙ্গ করে সড়ক কর্তনের অভিযোগ
বিশ্বনাথে ১৪৪ ধারা ভঙ্গ করে সড়ক কর্তনের অভিযোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) সিলেটের বিশ্বনাথে ১৪৪ ধারা (ইনজাগংশন) ভঙ্গ করে সড়ক কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে বৃহস্পতিবার সকালে জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে থাকা দ্বন্দের জের ধরে সড়ক কর্তনের ঘটনাটি ঘটে। কিছুদিন পূর্বে প্রবাসী গৌছ আলী পক্ষের সড়কটি নির্মাণ করেন, ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পূর্ব বিরুদ্ধের জের ধরে ১৪৪ ধারা (ইনজাগংশন) ভঙ্গ করে প্রবাসী নেপুর মিয়া পক্ষের লোকজন সেই সড়কটি কর্তন করেছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী গৌছ আলী পক্ষের লোকজন।
জানা গেছে, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রবাসী ভাই ‘গৌছ আলী ও নেপুর মিয়া’র মধ্যে বিরোধ চলে আসছে। এবিষয়ে গত ১৫ ফেব্রুয়ারী সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে গৌছ আলীর পক্ষে তার মামাতো ভাই একই গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র মো. শাহজাহান বাদি হয়ে নেপুর মিয়া’সহ তিন জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। বিশ্বনাথ বিবিধ মামলা নং ০৬/২০১৭ইং।
মামলা দায়েরের প্রেক্ষিতে নালিশা ভূমিতে শান্তি-শৃংখলা বজায় রাখতে ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে আদেশ প্রদান করেন আদালত।
ফলে গত ১৬ ফেব্রুয়ারী নালিশা ভূমিতে ১৪৪ ধারা জারি করা হয়। উভয় পক্ষকে ১৪৪ ধারা জারির নোটিশও প্রদান করেন থানার এসআই কল্লোল গোস্বামী।
পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারী আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই কল্লোল গোস্বামী। এর পরদিন বৃহস্পতিবার সকালে নালিশা ভূমি মাটি কাটেন নেপুর মিয়া পক্ষ। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
প্রবাসী গৌছ আলী পক্ষের মো. শাহজাহান বলেন, ১৪৪ ধারা (ইনজাগংশন) জারি থাকার পরও তা অমান্য করে জোরপূর্বকভাবে প্রায় শতাধিক শ্রমিককে কাজে লাগিয়ে সড়ক কর্তন করিয়েছেন নেপুর মিয়া।
প্রবাসী নেপুর মিয়া বলেন, পুলিশের তদন্তের পর আমি আমার ভূমিতে মাটি কাটিয়েছি। শাহজাহান গংরা আমার কাছে চাঁদা দাবি করেন। আমি তাদেরকে চাঁদা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে।