শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিশ্বনাথে আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার ৭ম বৃত্তি পরীক্ষা শুক্রবার বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়৷ এতে উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার ১৮০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন৷
পরীক্ষার হল পরিদর্শন করেন বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিৰক করুনা কানত্ম দাশ,বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম-সম্পাদক ডাঃ বিভাংশু গুণ বিভু, তরুণ সমাজসেবক রুনু কান্ত দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দবির মিয়া, সহ-সভাপতি ছাঁদ মিয়া৷
এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্টজন লয়লুছ মিয়া, ইদ্রিছ মিয়া, ধন মিয়া, সফিক মিয়া, আবদুর নূর, কদ্রিছ আলী, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কাওছার আহমদ, আমির আলী,হিরা মিয়া, সংস্থার সভাপতি সুয়েব আহমদ, সহ-সভাপতি লোকমান আহমদ, রোমান আহমদ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফ,শিৰা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ওয়াসেহ, সদস্য আশিক মিয়া, সায়েম মিয়া, লোকমান আহমদ,শিপন মিয়া, হাবিব মিয়া, মনি, জাকির,হাফিজুর, ইমন, ফরিদ, ছত্তার,আশরাফ, তোফায়েল,ইবজাল,ইমরান, সালেহ,সুজন,লিটন,তুরন মিয়া৷
প্রসঙ্গত, আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা একটি সামজিক সংগঠন৷ সংস্থা প্রতিষ্ঠাকালিন থেকে এলাকার বিভিন্ন সামাজিক,শিক্ষা,দরিদ্র মানুষের কল্যাণ করে আসছে ৷
আপলোড ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.১০মিঃ