শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পিতা মাতার ভূমিকা সবচেয়ে বেশী : শামছুল হক
সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পিতা মাতার ভূমিকা সবচেয়ে বেশী : শামছুল হক
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) শুধুমাত্র সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে দিলেই চলবে না উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পিতা মাতার ভূমিকা রাখতে হবে সবচেয়ে বেশী। সন্তান বিদ্যালয়ে ঠিক মতো গেলো কিনা,ঠিক মতো পড়াশোনা করে কিনা, সে কি করে অবসর কাটায় ? কি রকম বন্ধু-বান্ধবের সাথে সে উঠাবসা করে এবং বয়সন্ধিকালে তার গতিবিধি কড়াভাবে নজরদারিসহ সব সময় তার খোঁজ রাখাটা পিতামাতার দায়িত্ব।
এছাড়া মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহী করা ও বাসাবাড়ীতে সন্তানের পড়াশোনার রুমটার সাধ্যমত পরিছন্ন পরিবেশ তৈরি করে দেয়াটাও প্রয়োজন পিতামাতাদের।
এসময় তিনি বিদ্যালয়টি নির্মাণে উদ্যোগ গ্রহন করায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বিদ্যালয়টি সুনামের সাথে প্রতিষ্ঠা পাক,তা আমিও চাই মত প্রকাশ করে, বিদ্যালয়টির স্থায়ী করণে নিজস্ব ভুমির প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটনকে নিয়ে নুন্যতম ৩৩ শতক ভুমির ব্যবস্থা করার পরামর্শ দেন পরিচালনা কমিটিকে।
২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভাধীন কাজীপাড়া মুক্তিযোদ্ধা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিদ্যালয় প্রতিষ্ঠাতার সমন্বয়ক মো. কেফায়েত উল্লাহ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউন্সিলর আলাউদ্দিন লিটন ও স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা বনশ্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. আইনুল হক,সাগর খাঁন, পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম, মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস ছালাম,আবু রাসেল সুমন, সকল শিক্ষক এবং শিক্ষিকা, সাংবাদকর্মী জাকির হোসন, শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধা সন্তানদের অর্থায়নে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।