শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
আলীকদমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে নয়টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের থোয়াইচিং হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশু থোয়াইচিং হেডম্যান পাড়ার কেউচিং মার্মার মেয়ে হ্যাপিনু মার্মা (৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে আলীকদম থানার উপ পরিদর্শক এস আই মো. রবিউল সিএইচ মিডিয়া প্রতিনিধিকে বলেন, পূর্ব থেকেই বাড়িতে লাগানো বিদ্যুতের আর্থিং এর সাথে বিদ্যুৎ সংযুক্ত হয়ে ছিল। কিন্তু ছোট মেয়ে না জেনেই খেলা করতে করতে আর্থিং এর তার ধরলে এই দর্ঘটনা ঘটে। আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি। আলীকদম থানার অপমৃত্যু মামলা নং- ২, তারিখ- ২৫/০২/২০১৭ ইংরেজি।
স্থানীয়রা সিএইচ মিডিয়া প্রতিনিধিকে জানান, দুর্ঘটনার সময় বাড়িতে কেউ ছিলনা। বাবা মা কাজের জন্য বাড়ির বাইরে থাকা অবস্থায় হ্যাপিনু বিদ্যুতের আর্থিং এর তার ধরে খেলা করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
তবে হ্যাপিকে জীবিত থাকা অবস্থায় কেউই দেখতে পায়নি।