সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৯.৪৮মি.) মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে। তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বর্তমান শিক্ষার্থীদের আরও বেশি শ্রদ্ধাবোধ জন্ম নেবে। আর এভাবেই জাতি বিকৃত ইতিহাসের কলঙ্ক মুক্ত হবে।
২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকা পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় মাঠে পূবাইল এলাকার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আবার কোনো অপশক্তি ক্ষমতায় এলে এদেশে উন্নয়নের ধারা মারাত্মকভাবে ব্যাহত হবে। আওয়ামী লীগ সরকার দেশের কী পরিমাণ উন্নতি করছেন রাজধানী ঢাকার দিকে তাকালেই বুঝতে পারবেন। আর সেই উন্নয়নের ধারা সারাদেশে অব্যাহত রয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে।
তিনি আরও বলেন, কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেশ আরও বেশি এগিয়ে যাবে।
ওয়ার্ড কাউন্সিলর বজলুর রহমান বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম প্রমুখ।