শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল করতে হবে
মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল করতে হবে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল করতে হবে” এই ব্যানারে গত বৃহস্পতিবার পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলা পরিষদ বটমূলে অনুষ্ঠিত হয় সরকারী কর্মকর্তা-কর্মচারী অধিকার রক্ষ কমিটির প্রতিবাদ সমাবেশ৷ এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মামুন ইয়াকুব ৷
ছয়টি দাবী তুলে ধরে ঘোষণাপত্রে বলা হয়, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিত্সক এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬ টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের সমন্বয়ে গঠিত “প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি” একটি গণমুখী জনপ্রশাসন গড়ার লক্ষ্যে তিনদশক ধরে দাবি জানিয়ে আসছে ৷ বৃটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রশাসনিক ব্যবস্থা স্বাধীন বাংলাদেশে চলতে পারে না ৷ বঙ্গবন্ধু “চাকুরি (পুনর্গঠন শর্তাবলী) অ্যাক্ট ১৯৭৫” চালু করে সমতার ভিত্তিতে জনপ্রশাসন গড়ার দিকনির্দেশনা দেন৷ বঙ্গবন্ধুর মৃত্যুর পর কিছু যুগোপযোগী জনপ্রশাসন গড়তে সুবিধাবাদী আমলা প্রতিবন্ধক হিসেবে কাজ করে ৷
১৯৯৭ সালে ১৪ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠিত হয় ৷ এ কমিশন ২০০০ সালের ২৫ জানুয়ারি ১৯৭টি সুপারিশ দিয়ে পাঁচখন্ডের প্রতিবেদন দাখিল করে ৷ পরবর্তী সরকার এ প্রতিবেদন বাস্তবায়ন করেনি ৷ আমলাদের কারণে এ প্রতিবেদন এখনো আলোর মুখ দেখছেনা। জাতীয় বেতনস্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের বিরাজ করছে বলে ঘোষণাপত্রে দাবী করা হয় ৷
ঘোষণাপত্রের দাবীগুলো হচ্ছে- ১. মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার অফিসার পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়া, ২. ৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ এ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা, ৩. আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন করা, ৪. নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল, ৫. সকল ক্যাডার ও ফাংশনাল সাভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান, ৬. উপজেলা পরিষদকে কর্যকর করার নামে কর্মকর্তাদের অসম্মান ও ন্যায্য অধিকার হতে বঞ্চিত না করা ৷
মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল দাবীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রিজওয়ানুর রহমানকে সভাপতি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মামুন ইয়াকুবকে সাধারণ সম্পাদক ও উপজেলা মত্স্য অফিসার গোলাম মর্তুজাকে কোষাধ্যক্ষ করে ১৬ সদস্যের একটি কমিটি গঠিত হয় ৷
আপলোড : ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৩ মিঃ