বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ফলজ বাগান পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন
পানছড়িতে ফলজ বাগান পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন
পানছড়ি প্রতিনিধি :: (১৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ির মুসলিমনগর এলাকায় ফলজ বাগান পুড়ানোর প্রতিবাদে ও দোষী ব্যাক্তিকে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে পানছড়িবাসী।
২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্কোয়ারে এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ পানছড়ি উপজেলা কমিটিসহ সকল ইউপি কমিটি, যুবলীগ ও সকল ইউপি কমিটি, ছাত্রলীগ এবং সকল ইউপি ছাত্রলীগের কমিটি, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম উত্তোরণ সমবায় সমিতি, ক্ষতিগ্রস্থ বাগান মালিক পরিবার, জনপ্রতিনিধি ও সাধারণ জনগন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি কমিটি, উল্টাছড়ি অর্ণিবান যুব সংঘসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও ক্ষতিগ্রস্থ বাগান মালিক মোঃ শফিকুল আলম।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মোঃ জালাল হোসেন সঞ্চালিত মানববন্ধনে বক্তাগন বলেন, গাছের অপর নাম জিবণ, সরকার দেশে বনজ সম্পদ বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বাগান তৈয়ারীর জন্য কোটি কোটি টাকা খরচ করছে অথচ আমাদের এখানে এক শ্রেণীর মানসিক বিকার গ্রস্থ লোক বাগান পুড়িয়ে দিচ্ছে, কিন্তু অজ্ঞাত কারনে ক্ষতি গ্রস্থ বাগান মালিক আইনি সহযোগীতা পাচ্ছে না। আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যাক্তিকে আইনের আওতায় আনতে জোড় দাবী জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারী ৪নং লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান মৃত আঃ মালেকের ছেলে মোঃ শফিকুল আলমের বাগানে মূকুল দেওয়া ৮৩টি আম গাছ ও ৫০টি লেবু গাছ কে বা কাহারা পুড়িয়ে দেয়। এতে তার প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়।