শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভিক্ষুকমুক্ত বেতাগী করতে জরিপ সম্পন্ন
ভিক্ষুকমুক্ত বেতাগী করতে জরিপ সম্পন্ন
বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নে ভিক্ষুক পরিবারের সংখ্যা প্রায় ৩৩৫ জন। ২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার বিবিচিনি ইউনিয়নে ৫৮জন, বেতাগী সদর ইউনিয়নে ৪২,হোসনাবাদে ৪০, মোকামিয়ায় ৫২ ৩, বুড়ামজুমদারে ১০, কাজিরাবাদে ৫০ ও সড়িষামুড়ি ইউনিয়নে ৮৩ জনসহ এ উপজেলায় ৩৩৫ জন ভিক্ষুক পরিবার
রয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক জরিপ করে এর সন্ধান পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমান সিএইচটি মিডিয়াকে জানান, ভিক্ষুকমুক্ত করতে তাদের পুনর্বাসনের লক্ষে জরিপের মাধ্যমে সঠিক সংখ্যা বের করা হয়েছে।