শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » জিয়াউল হক মাইজভান্ডারীর দরবারে গেলে শান্তি লাভ করা যায়
জিয়াউল হক মাইজভান্ডারীর দরবারে গেলে শান্তি লাভ করা যায়
রাউজান প্রতিনিধি :: (২০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি.) বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর দরবার বিপথে চলা মানুষের সৎ পথে আসার ঠিকানা । বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর দরবারে বিপদ গ্রস্থ মানুষ গিয়ে বিপদ থেকে মক্তি লাভ করে । বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর শাহাজাদা সৈয়দ হাসান মওলা মাইজভান্ডারীর হাতে হাত রেখে বায়াত গ্রহন করে লাখ লাখ মুসলিম নারী পুরুষ ইহকাল ও পরকালের মুক্তি পায় । বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর দরবার মানবতার কল্যানে অসহায় দরিদ্র মানুষের কল্যানে ও কাজ করে সমাজকে আলোকিত করছেন । বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর দরবার গেলে সকল মুশকিল ও মুসিবত দুর হয় । সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ও ইহকাল ও পরকালের শান্তি লাভ করা যায় ।পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী চন্দ্রবার্ষিক উপলক্ষে মাইজভান্ডারী তরিক্বত শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী গোমদন্ডি দরবার শরীফের সাজ্জাদানশীল হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী এসব কথা বলেন । মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন ২ নং শাখার আওতাধিন ৯ নং ওয়ার্ড শাখা ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী চন্দ্রবার্ষিক উপলক্ষে মাইজভান্ডারী তরিক্বত শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা বেলাল হোসেন মাইজভান্ডারী । গত ২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার সময় চিকদাইর ইত্তর পাঠান পাড়াস্থ হযরত দলিল শাহ মাজারের সামনে মাঠে এই মাহফিল অনুষ্টিত হয় । সংগঠনের সমাজ কল্যান সম্পাদক ওয়াসিমের পরিচালনায় অনুষ্টিত মাহফিলে মাইজভান্ডারী তরিক্বতের উপর অলোচনায় অংশ গ্রহন করেন মাহফিলের প্রধান বক্তা চট্টগ্রাম নগরীর হামজার বাগ শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মার্দ্রাসার মোহাদ্দিস হযরত মাওলানা ইলিয়াছ হোসেন মাইজভান্ডারী। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, সাংবদিক হাবিবুর রহমান, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ২ এর সভাপতি সালাউদ্দিন, সহ সভাপতি সাহাব উদ্দিন, নুর নবী, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিক, যুগ্ন সম্পাদক তৌফিকুল ফরিদ মাসুম, এরশাদ, মহিনউদ্দিন, সাজ্জাদ হোসাইন, রিদুয়ান, আজগর, আলম, বদি আলম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ ।