রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে জমিদখলকে কেন্দ্র করে জখম ৩
গাবতলীতে জমিদখলকে কেন্দ্র করে জখম ৩
বগুড়া প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) বগুড়া গাবতলীর দূর্গাহাটা হাতিবান্ধা গ্রামে জোরপূর্বক জমিদখল’কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রুপা বেগম (৩৮), বিলকিস বেগম (১৮) ও রকিবুল (২৪) গুরুত্বর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ শনিবার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে।
জানাযায়, হাতিবান্ধা গ্রামের হারুন অর রশিদ হারুনের স্ত্রী রুপা বেগমের সঙ্গে ১১শতক বসতবাড়ী জমির দখল নিয়ে একই গ্রামের মালেক, সাইফুল ও মতিউর রহমানের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জেরধরে শনিবার মালেক ও মতির নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে লাটিসোটা, ধারালো দা, কুড়াল নিয়ে বে-আইনী ভাবে রুপা ও রকিবুলের বসতবাড়ী দখল নেওয়ার জন্য তার দখলীয় বাঁশঝাড়ে বাঁশ কাঁটতে থাকে। অসহায় রকিবুল বাঁধা দিলে প্রতিপক্ষ মালেক ও মতির লোকজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারী ভাবে মারপিট করে রুপা, বিলকিস ও রকিবুল’কে গুরুত্বর ভাবে জখম করে।এসময় প্রতিপক্ষরা বাঁশ ও গাছ কর্তন করে রুপা বেগমের নিকট থেকে জোরপূর্বক ১ ভরি স্বর্ন চেইন ছিনিয়ে নেয় বলে রকিবুল জানান। আহতদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা হাসপাতালে এরপর তাদের কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে উভয়ই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। গাবতলী মডেল থানার অফিসার ইর্নচাজ (ওসি) আ.ন.ম আব্দুল্লাহ আল হাসান সিএইচটি মিডিয়াকে জানান, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।