রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » শখের বসে মৎস্য চাষে সাফল্য
শখের বসে মৎস্য চাষে সাফল্য
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.)
শখের বসে মাছ চাষ করে আর্থিকভাবে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথের কয়েছ আহমদ। তিনি উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। অল্প দিনে তার প্রচেষ্টাই তাকে এ সফলতা আনতে সহায়তা করেছে। বেকারত্ব দূর করতে তিনি মৎস্য চাষাবাদ শুরু করেন। বেশ কয়েক বছর প্রবাসে ছিল। কিন্তু প্রবাসে তেমন আয়-রোজাগ না করতে পারায় ছুটে আসেন দেশে। দেশে আসার পর বেশ কিছুদিন বেকারত্ব ছিল। এরপর বেকারত্ব দূর করতে মাছ চাষে মনোযোগি হন তিনি। আর্থিকভাবে তিনি সচল থাকলেও মাছ চাষাবাদ করে আয়ের উৎস খুজতে থাকেন। ২০১৬ সালে নিজের ১৮০ শতক জমিতে একটি পুকুর নির্মাণ করে সারেং মাছের খামার নির্মাণ করেন। আর সেই পুকুর কার্প জাতীয় মিশ্র মাছ চাষাবাদ শুরু করেন। মৎস্য অধিদফতরের প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করে কার্যক্রম সম্প্রসারণ করতে থাকেন। প্রথম বছরই তিনি সাফল্যের মূখ দেখতে শুরু করেন। তার খামারের চাষাবাদ শুরু হলেও এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সংস্থা তার স্বাবলম্বী হওয়ার নেপথ্যে নূন্যতম ভূমিকা রাখেনি। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এ পর্যন্ত এগিয়েছেন। তিনি কোনো সংস্থা থেকে প্রযুক্তিগত সহায়তা বা অনুদান পাননি। তবে সরকারি-বেসরকারি কোনো সহায়তা পেলে এ খামারটি মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে একই সময়ে অর্জিত সাফল্য আরো দ্বিগুণ করতে পারত।
কয়েছ আহমদ জানান, শখের বসে ২০১৬ সালের জুুলাই মাসের প্রথম দিকে আমাদের ১৮০ শতক জমির ওপর একটি পুকুর খনন করি। পুকুরে কার্প জাতীয় মিশ্র মাছ চাষা শুরু করি। ৫ মাস পর সমুদয় মাছ ধরে বিক্রি শুরু করি। গত বৃহস্পতিবার পুকুরে সেচ দিয়ে সকল মাছ ধরে বিক্রি করে দেই। ১৪ হাজার টাকার মাছে পোনা ক্রয় করি এবং মাছের খাবার বাবদ আরও ১৬ হাজার টাকা ব্যয় করে প্রায় দেড় লাখ টাকার মাছ বিক্রি করেছেন বলে তিনি জানান।
মাছ চাষে প্রথম সাফল্যের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে চাষযোগ্য জমির (পুকুর) পরিমাণ বাড়াতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ভূইয়া বলেন, কয়েছ আহমদে মাছ চাষ প্রকল্পের সম্প্রসারণ ও উন্নত প্রজাতির মাছ চাষে তার ব্যক্তিগত উদ্যোগ প্রশংসনীয়। মৎস্য অফিস থেকে তাকে সব সময় পর্রামশ দেয়া হয়। ফলে তিনি অল্পে দিনে মাছ চাষাবাদ করে সাফল্যে পেয়েছেন। তিনি নিজের অর্থায়নে প্রদর্শনী খামার, ০.৮০ হেক্টর জলায়ত পুকুরে মাছ চাষাবাদ শুরু করেন।