বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে গুইমারায় উপজেলা নির্বাচন সম্পন্ন
বিছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে গুইমারায় উপজেলা নির্বাচন সম্পন্ন
অন্তর মাহমুদ :: বর্ষার ঘনঘটা আর বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ৮টা থেকে গুইমারা উপজেলা নির্বাচনে ভোট গ্রহন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোট গ্রহন পুরোদমে শুরু হয় বেলা ১১টার দিকে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমলে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুত্রে জানা গেছে-দুপুর ১২টা নাগাদ গড়ে ৪০% ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলা সদরের ২নং ভোট গ্রহন কেন্দ্রে জাল ভোট গ্রহনের অভিযোগ পাওয়া যায়। ৪নং ওয়ার্ডের ১১৪ নং ভোটার ক্যাসাই মার্মাসহ শামছুন্নাহার স্বামী আবুল হোসেন নিজের ভোট দিতে পারেনি অভিযোগ করে বলেন,পোলিং অফিসাররা কৌশলে আমাদের হাতে অমুছনীয় কালি লাগিয়ে ভোট দেয়া হয়ে গেছে জানিয়ে বাড়ি ফিরে যেতে বলেন।
এ ছাড়াও তৈকর্মা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস মার্কা সমর্থিত ৪ যুবককে আটক করে প্রিজাইডিং অফিসারের রুমে রাখা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন,সাময়িক আটককৃতদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হতে পারে।
এ ছাড়াও বেলা সোয়া ২টার দিকে জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক সমর্থিতরা ধানের শীষ প্রতীক সমর্থিতদের উপর হামলা চালায়। হামলায় আরমান মেম্বারসহ কাউসার (১৮),বেলাল (৩০),আনোয়র (২৫).সাইদুর (২৬).ডালিম (৩৩).সাহাব উদ্দিনসহ আরও অনেকে আহত হন। এ বিষয়ে আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয় হামলার সাথে নৌকা প্রতীক সমর্থকদের কোন সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। বেলা ৩.৩০ মিনিটের দিতে বড়পেলাক জুনিয়র হাই স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থিতদের হাতে কর্তব্যরত সাংবাদিক লাঞ্চিত করে এবং ক্যামেরা ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।
এ ছাড়া ১৩ ও ১৪ নং কেন্দ্রে রাস্তার অবস্থা কর্দমাক্ত থাকায় প্রশাসনের বিভিন্ন গাড়ীসহ সাংবাদিকদের গাড়ী যাতায়াত করতে পারেনি বলে জানা গেছে। এ দিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,নির্বাচন সুষ্ঠ ও অবাধ ভাবে সম্পন্ন হয়েছে।