বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » নির্বাচিত হয়ে গুইমারাবাসীর প্রতি উশ্যেপ্রু মারমার প্রতিক্রিয়া
নির্বাচিত হয়ে গুইমারাবাসীর প্রতি উশ্যেপ্রু মারমার প্রতিক্রিয়া
অন্তর মাহমুদ, গুইমারা থেকে ফিরে :: সকল জল্পনা কল্পনা শেষে ৬ মার্চ সম্পন্ন হয়েছে নবগঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৭। নির্বাচনী মাঠে বিভিন্ন প্রার্থীদের বিজয় নিয়ে নানা বিচার বিস্লেষণ থাকলেও দিন শেষে জনগন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জয়ের মালা পরিয়ে দিয়েছেন তাদের প্রিয় মানুষ ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব উশ্যেপ্রু মারমা‘কে। নির্বাচন শেষে রাত ৯ টার দিকে চেয়ারম্যান পদে উশ্যেপ্রু মারমা বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার ফলাফল সহকারী রিটার্নিং অফিসার ও গুইমারা উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে ঘোষনা করা হলে গুইমারা, জালিয়া পাড়া,হাফছড়ি,বাইল্যাছড়ি,তৈ-কর্মা,সিন্দুকছড়িসহ বিভিন্ন এলাকায় নিজেদের মত করে আনন্দ প্রকাশ করেন ভোটাররা। এর পর পরই সদ্য নির্বাচিত চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা-সামাজিক যোগাযোগের মাধ্যম “ফেইস-বুকে” ও সাংবাদিকদের উদ্দেশ্যে তার প্রতিক্রিয়ায় গুইমারার সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ের কর্দমাক্ত মেঠোপথ পাঁয়ে হেঁটে ভোট কেন্দ্রে এসে আমাকে ভোট দেয়ার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি ভেদাভেদ ভুলে উন্নয়নের পক্ষে কাজ করার আহবান জানিয়ে সামনের দিনগুলোতে চলার পথে সকলকে একসাথে পাবার আশা প্রকাশ করেন। সকলের দোয়া ও আশীর্বাদে আমি ১১২৬ ভোটে বিজয় লাভ করতে সক্ষম হয়েছে উল্লেখ করে গুইমারা উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মাদক মুক্ত তারুণ্যদীপ্ত মেধাবী প্রজন্ম গঠনের প্রত্যয়ে তিনি নির্বাচন চলাকালিন সময়ে যারা অক্লান্ত পরিশ্রম, বুদ্ধি পরামর্শ, প্রচারণা কাজে সহায়তা করেছেন তাদের প্রতিও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও সর্বস্তরের জনগণ, প্রশাসন, সাংবাদিক ও কল্যাণকামী সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।