বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ের মানুষকে আর ঠেকানো যাবেনা : দীপংকর তালুকদার
অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ের মানুষকে আর ঠেকানো যাবেনা : দীপংকর তালুকদার
বিলাইছড়ি প্রতিনিধি :: অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ের মানুষকে আর ঠেকানো যাবেনা বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীয়ামী কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার । তিনি বলেন, পাহাড়ের মানুষ এখন অনেক সচেতন হয়েছে , গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগের প্রার্থীদেরকে নির্বাচিত করে এই প্রমান দিয়েছে পাহাড়ের মানুষ। তিনি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
শ্রী নিখিল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে ও বাবলু রানার পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মুছা মাতব্বর, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চংগ্যা এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম শাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিলাষ তঞ্চঙ্গ্যা, আওয়ামী লীগ বিলাইছড়ি উপজেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বাংলাদেশ
আওয়ামী লীগ বিলাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক সাথোয়াই মারমা, ৩ নং
ফারুয়া ইউনিয়ের সম্মানিত চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ
ছাত্রলীগ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি সৈকত দাশ (রুবেল) ও সাধারণ সম্পাদক জনাব ঊষামং মারমা।
বিশেষ অতিথির বক্তব্য জনাব মুছা মাতব্বর বলেন আগামী ২০১৯ সালের নির্বাচনকে মাথায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সর্বকালে শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতার স্বপ্ন ও জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানের লক্ষে পাহাড়ি বাঙালি ঐক্যের প্রতীক দীপংকর তালুকদার কে জয়জুক্ত করে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের ঠেকাতে শপথ নিতে হবে বলে তিনি দিক নির্দেশনা দেন।
এসময় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল অংগসংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন ।