বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » নারীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে
নারীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে
পানছড়ি প্রতিনিধি :: পানছড়িতে আয়োজিত আর্ন্তজাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই নারীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তর থেকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।
পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পানছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়।
৮ মার্চ বুধবার সকালে পানছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পানছড়ি উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশনের যৌথ উদ্যোগে নারী দিবস পালিত করা হয়।
পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক। ইপসা সো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও নিপা তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,যুব উন্নয়ন কর্মকতা উশা মগ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ খলিলুর রহমান, ইপসা সো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও পার্বত্য চট্টগ্রামের ফোকাল পার্সন মো. জসিম উদ্দিন, পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেঘবিন্দু চাকমা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের লোকনাথ চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে ইপসা সো প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার ২টি কলেজ ও ৯টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার মোট ৩৩জন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এছাড়া নারী দিবসের তাৎপর্য এবং মা ও শিশুর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিষয়ে
সচেতনতা মূলক নাটিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে পানছড়ি উপজেলার বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।