বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির মহীয়সী নারীদের সম্মাননা দিল ব্ল্যাড ব্যাংক
রাঙামাটির মহীয়সী নারীদের সম্মাননা দিল ব্ল্যাড ব্যাংক
ষ্টাফ রিপোর্টার :: (২৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) ৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্ল্যাড ব্যাংক Jibon”জীবন” রাঙামাটির মহীয়সী নারীদের সম্মাননা প্রদান করেছে ৷ নারী ক্ষমতায়ন ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য বর্তমান রাঙামাটি ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি এবং নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ নিরুপা দেওয়ানকে সম্মাননা স্মারক তুলে দেয় “জীবন” এর নারী সদস্য সাইদা জান্নাত, মেরিলিন এ্যানী মারমা, ফাতেমা তুজ জোহরা রেশমী, সামিয়া হক, মৌতুসী কর্মকার তুসু ৷
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে থাকায় মহিয়সী নারীদের সেখানে গিয়েই সম্মাননা প্রদান করা হয়৷
এসময় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর কন্যা নিপুন নাজনীন৷
বিকালে ছিন্নমূল নারী শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সাথে সময় দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “জীবন” এর সদস্যরা৷ ভবিষ্যতেও রাঙামাটির মহিয়সী নারীদের অবদানের স্বীকৃতি দিয়ে সম্মাননার আয়োজন ধারাবাহিক করার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷