রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে ২ দিন ব্যাপী আয়কর মেলা
খাগড়াছড়িতে ২ দিন ব্যাপী আয়কর মেলা
মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: ২০ সেপ্টেম্বর :
খাগড়াছড়িতে কর অঞ্চল-৩ এর আয়োজনে খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে শুরু হয়েছে আয়কর মেলা ২০১৫ ৷ এবার আয়কর মেলায় প্রতিপাদ্য বিষয় সুখী স্বদেশ গড়তে ভাই আয়কর এর বিকল্প নাই ৷ সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন ৷ রবিবার সকাল ১০.৩০ টায় খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে চট্টগ্রাম কর অঞ্চল টিমের অতিরিক্ত কমিশনার সফিনা জাহান সভাপতিত্বে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান পুলিশ সুপার মোঃ মজিদ আলী বিপিএম (সেবা) খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ পরিচালক সুদর্শন দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমূখ ৷
প্রধান অতিথির বক্তব্য বলেন খাগড়াছড়ি মানুষ আগে কর দিতে চট্টগ্রাম যেতে হোত,কিন্তু এখন দেখেন কর নিতে জেলা জেলায় কর মেলা করতেছে সরকার ৷ আপনার যে কর দিচ্ছে সে কর দিয়ে দেশের উন্নয়ন কাজে এই টাকা ব্যবহার করে সরকার ৷ উন্নয়নের কথা বললে খাগড়াছড়ি জেলার আজকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যোগাযোগ, প্রাথমিক স্কুলে শিক্ষকদের টেনিং সেন্টার, বিদ্যুৎ সাব ষ্টেশন, কৃষি টেডিং সেন্টার,এই গুলি বিদেশি ও দেশের সিটি করর্পোরেশন, পৌর সভা, ইউনিয়ন সহ করের এবং আয়কর দিয়ে সোনার বাংদেশের স্বপ্ন দেখেছেন জাতি জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান,সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাকে সরকারকে সহযোগিতা করে অপনি কর দেন অন্যকে উত্সাহিত করুন ৷
কর দাতাদের পক্ষে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শানে আলম ৷ তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে একটি স্বার্থন্বেষী মহল ঠিকাদারী ও অন্যান্যে ব্যবসার ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লাইসেন্স ব্যবহার করে প্রতিবছর সরকারকে আয়কর ফাকি দিচ্ছেন ৷ কিন্তু এতে করে সরকার নয় বরঞ্চ আমরাই ক্ষতিগ্রস্থ হচ্ছি ৷ কারণ, সরকার যদি দেশের টাকা কাজে লাগাতে পারে তবে বৈদেশিক ঋণের দিকে আমাদের অপেক্ষা করতে হবে ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান মেয়র রফিকুল আলম,পুলিশ সুপার মোঃ মজিদ আলী বিপিএম (সেবা)খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ পরিচালক সুধর্শন দত্ত, কর দাতাদেও মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমূখ ৷
আপলোড : ২০ সেপ্টেম্বর : বাংলাদেশ : সময় : রাত ৮.০০টায়