শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » ঘুমধুম স্থলবন্দর হলে কর্মসংস্থান সৃষ্টি সহ দু’দেশের সম্পর্কের উন্নয়ন হবে : শাহজাহান খাঁন
ঘুমধুম স্থলবন্দর হলে কর্মসংস্থান সৃষ্টি সহ দু’দেশের সম্পর্কের উন্নয়ন হবে : শাহজাহান খাঁন
উখিয়া প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.)
১০ মার্চ শুক্রবার সকাল ১০টায় সময় বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়কে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে স্থল বন্দর চালু হলে বাংলাদেশ ও মিয়ানমার মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, অবিলম্বে ঘুমধুম স্থল বন্দর হবে। এটা প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার। বিগত ২০০৮সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫ হাজার মেগাওয়াট। বিএনপির আমলে বিদ্যুৎ এর ঘাটতি ছিল। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদ্যুৎএর বদল খাম্বা দিয়েছিল। বর্তমানে কাগজ-কলমে রয়েছে ২৩টি স্থল বন্দর আছে। চালু রয়েছে ১০টি। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন, নেী পরিবহন মন্ত্রনালয় সচিব অশুক কুমার রায়, স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর,বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি কৈশহ্লা মারমা, পার্বত্য জেলা প্রশাসক দিলিপ কুমার ভৌমিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার জেলা উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ,বান্দরবন জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ইসলাম বেবী, আলহজ্ব খাইরুল বশর চৌধুরী।
উপস্থিত ছিলেন, নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, উখিয়া নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক অধ্যাপক সফিউল্লাহ ও তসলিম ইকবাল চেীধুরী।