মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় মতবিনিময় ও সমাবেশ
রাঙ্গুনিয়ায় মতবিনিময় ও সমাবেশ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে সরকারি উপকার ভোগীদের সাথে মতবিনিময় ও সমাবেশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৩ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির ও অর্থ সম্পাদক জগলুল হুদা।
এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য কবির আহমেদ, আবুল হক, মোজাম্মেল হক, গাজ এনাম, রেজাউল করিম, আব্দুল মালেক, মো. রাশেদ শামীমা আরা বেগম ও আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ প্রমুখ। উপকারীভোগীদের পক্ষে বক্তব্য রাখেন মিলন দাশ।
মতবিনিময় সভায় মোবাইলে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন,আওয়ামীলীগ সরকার ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসে তখন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতা, প্রতি মাসে ৩০ কেজি চাল, ঈদুল আযাহা, ঈদুল ফিতর, পূজায় বিনামূল্যে বস্ত্র বিতরণ, চাল বিতরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ, বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহবিভিন্ন সুযোগ-সুবিধা চালু করেছিল। কিন্তু ২০০১সালে জোট সরকার ক্ষমতায় এসে এই ধরণের সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছিল। কমিউনিটি ক্লিনিকের মতো জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবাপর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালে আওয়ামীলীগের নেতৃত্বে পুনরায় এসব সুবিধাজনগণের মাঝে পৌছে দিয়েছে।
সভায় বক্তারা উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে অাবারো ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অাহবান জানান।