মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮. ১২মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে এবং মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
১৪ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকা বাড়িয়া ইউনিয়নে আতুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে রেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করে বাংলাদেশের প্রত্যেকটি শিশুরা শিক্ষিত হলে দেশ থেকে দরিদ্রতা এমনিতেই হ্রাস পাবে। আর দরিদ্রতা হ্রাস পেলে দেশ উন্নত হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ নারী অধিকার বাস্তবায়নে প্রধানতম অন্তরায়। সরকার দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাস করেছে। এ আইনের মাধ্যমে বাল্যবিবাহে জড়িত ছেলে-মেয়ে, বাবা-মা, বিবাহ রেজিস্ট্রারদের শাস্তির বিধান রাখা হয়েছে এবং বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান শুক্কুর, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান, মোঃ লুৎফর রহমান সরকার, জেলা কৃষকলীগ সেক্রেটারী মোঃ মনির হোসেন ও শিক্ষানুরাগী কাজল মোল্লাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।