বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু
রাঙামাটিতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু
কাউখালী প্রতিনিধি :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় ১৫ মার্চ বুধবার তারিখে কাউখালী উপজেলা অফিসার্স ক্লবে আনুষ্ঠানিকভাবে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
এ উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম চৌধুরী প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রশিক্ষণে চোয়াপাড়া উচ্চ বিদ্যালয়,পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদার পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩০(ত্রিশ) জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা ,রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা,সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুমন চৌধুরী(বিপিএড্) মাসব্যাপি সাতার প্রশিক্ষকের দায়িত্ব ও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন পানছড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুনীল চাকমা(বিপিএড্) ।