রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ে বিদেশী শিক্ষক
বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ে বিদেশী শিক্ষক
বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: বৃটিশ স্কুল শিক্ষক পউলা জোনস বৃহস্পতিবার কানেকটিং প্রোগ্রামের অংশ হিসেবে ক্লাস নিতে এসেছিলেন সিলেটের বিশ্বনাথের পল্লী গ্রাম বল্লভপুরে ৷ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিয়েছেন মাত্র ৩ ঘন্টা, এতে মুগ্ধ ওই বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীরা ৷ জীবনে এই প্রথম কোনো ভিনদেশি মানুষের সঙ্গে ভিন্ন ভাষায় ক্লাস করে দারুন উত্পুল্ল শিক্ষার্থীরা৷ ভবিষ্যত জীবনে লেখাপড়ার প্রতি আরও মনযোগী করতে এ অভিজ্ঞতা খুবই অনুপ্রেরণা যোগাবে তাদের ৷ এর সঙ্গে কোনো বিদেশী নাগরিকের কাছ থেকে পুরস্কার পাওয়া তাদের অনেকের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে বহুকাল এ কথা অনেকেই জানিয়েছে ৷
বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রিটেনের সাউথ ওয়ালসের পেনীরেনগ্লীন কমিউনিটি প্রাইমারি স্কুলের মধ্যে কানেকটিং ক্লাসরুম পার্টনারশীপ প্রোগ্রামের অংশ হিসেবে গত মঙ্গরবার বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসে ২৭ সদস্যের ব্রিটিশ শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধিদল ৷ ঐ দিন সফরকারীদের দলকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয় ৷ বৃহস্পতিবার কানেকটিং স্কুলের শিক্ষক পউলা জোনস বিদ্যালয়ে আসেন ক্লাস নিতে ৷ এইদিন তার সফর সঙ্গী হিসেবে আসেন কার্ডিফ সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র ও বতর্মান কাউন্সিলর আলী আহমদ ৷ এসময় তাদেরকে স্বাগত জানান স্থানীয় কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম জুবায়ের,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দিলু মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাহেলা আক্তার ৷
ব্রিটিশ এই শিক্ষিকা বিদ্যালয়ের সবকটি ক্লাসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আনত্মরিক পরিবেশে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত একনাগাড়ে তিন ঘন্টা সময় কাটান ৷ তিনি আই প্যাড ও বই দিয়ে ছবিসহ তার স্কুলের পরিচিতি, সেখানকার স্কুলে লেখাপড়া প্রদানের দরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন জানান, এর পাশাপাশি এখানকার লেখাপড়ার দরন জেনে যান এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি শিক্ষকদের কিছু পরামর্শও প্রদান করেন ৷ ক্লাসের ফাঁকে ফাঁকে প্রতিটি ক্লাস রুমের শিক্ষার্থীদের সঙ্গে হাসি মুখে ছবি আই প্যাড ও ক্যামেরার সাহায্যে তুলেন ৷ শুধু তাই নয় সূদূর ওয়ালস থেকে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নানান জাতের কলম, পেন্সিল ও কালারিং পেন্সিল তিনি নিজে প্রত্যেকের হাতে উপহার তুলে দেন ৷
পউলা জোনস প্রতিটি ক্লাসে প্রায় ৩০ মিনিট সময় দিয়েছেন আর তাতেই দারুন মুগ্ধ ঐ স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীরা ৷ ব্রিটিশ শিক্ষিকা পউলা জোনস প্রত্যেক শিক্ষার্থীদের কেবল একটি করে উপহার দিয়ে থেমে থাকেননি ৷ উপহার দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও ৷ আর বিদায় বেলায় স্মৃতির নিদর্শন হিসেবে দিয়ে গেছেন তার নিজ দেশের পতাকা, তার স্কুলের ইউনিফর্ম এবং আসন্ন বার্ষিক পরীক্ষা উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য ব্যাগভর্তি কলম, পেন্সিল এবং নানান জাতের গল্পের বই ৷ আর স্মৃতির অংশ হিসেবে নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় পতাকা ৷
বিদ্যালয়ের ছাত্র আবুল হোসেন বলেন, ব্রিটিশ শিক্ষক আমাদের ক্লাস নিয়েছে ৷ এতে আমরা শিক্ষার্থীরা অনেক আনন্দিত ৷ বিদেশী নাগরিকের কাছ থেকে পুরস্কার পাওয়া চির স্মরণীয় হয়ে থাকবে বলে জানায়৷
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা রাহেলা আক্তার বলেন, শিক্ষার্থীরা বিদেশি শিক্ষক কে কাছে পেয়ে খুব খুশি হয় ৷ বিদেশি শিক্ষক কলম, পেন্সিল তিনি নিজে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেন ৷ আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৩৬ মিঃ